ইনসাইড বাংলাদেশ

‘বিএনপি আওয়ামী লীগ নয়, জনগনের চাপে আছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/04/2019


Thumbnail

বিএনপির সংসদ সদস্যের শপথ নেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিনিধিরা শপথ নিয়েছেন। তাতে সরকারের চাপ নেই; বরং তাঁরাই বলেছেন জনগণের চাপ আছে।’

আজ শুক্রবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ব্রুনাই সফর নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

গণফোরামের দুই প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার বিএনপির জাহিদুর রহমান জাহিদও সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা শপথ নিয়েছে, তারা স্বেচ্ছায় শপথ নিয়েছে। এখানে কোনো চাপ নেই। অন্য কোনো দল সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।’

শেখ হাসিনা আরো বলেন, ‘তাঁরা (প্রতিনিধি) বলেছেন, সংসদে খালেদা জিয়ার জন্য কথা বলবেন। খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে বন্দি করা হয়নি। তাঁর বিরুদ্ধে মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার। আদালতকে আমরা প্রভাবিত করিনি।’

রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এ নিয়ে মিয়ানমার সরকারেরও প্রচণ্ড অনীহা দেখা দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘যদি কোনো দুর্ঘটনা ঘটে, সামনে বর্ষাকাল, পাহাড় ধস হয়, সাইক্লোন হয়, দুর্ঘটনা হলে দায় এসব সংস্থাকেও নিতে হবে। জাতিসংঘকেও জানিয়েছি।’

রোহিঙ্গা ক্যাম্প প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘৪০ হাজারের বেশি নতুন বাচ্চা জন্ম নিয়েছে। সে বাচ্চাগুলো বড় হচ্ছে। এতিম মানুষ আছে। যুবক আছে। এরা যেতে চাইলেও (ভাসানচর) অনেক সংস্থা চায় না।’ তিনি আরো বলেন, ‘ভাসানচরে সব ধরনের ব্যবস্থা আছে। এদের সেখানে দেওয়া গেলে মানুষের মতো জীবনযাপন করতে পারবে।’

 

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭