ইনসাইড বাংলাদেশ

‘জীবনেও ভাবিনি আওয়ামী লীগের সভাপতি হবো’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/04/2019


Thumbnail

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জীবনেও ভাবিনি আওয়ামী লীগের সভাপতি হবো। হ্যাঁ ছাত্রলীগ করেছি। সংগঠন করেছি। কিন্তু সভাপতি হবো তা কখনো ভাবিনি।‘

সদ্য সমাপ্ত ব্রুনাই দারুসসালামে তিনদিনের সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে হবেন এই প্রশ্নের জবাবে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের সভাপতি কে হবে তা দল নির্ধারণ করবে। আমি কেনো নির্ধারণ করতে যাবো? আওয়ামী লীগ কোনো ভেসে আসা দল নয় যে সে এসে সভাপতি হয়ে যাবে। কাউন্সিলে দলের নেতারা নেতৃত্ব নির্বাচন করবেন।‘

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, ’৭৫ এর ১৫ আগস্টের পর আস্তে আস্তে সংগঠন গুছানো শুরু করি। তখনও ভাবিনি আমি আওয়ামী লীগের সভাপতি হবো। সুইজারল্যান্ডে যখন প্রথম বক্তব্য দেয়া হয় সেটাও কিন্তু রেহানাই দেয়।‘

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুক্রবার বিকেল ৪টায় এ সম্মেলন শুরু হয়। বিটিভিসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনাই সফর করেন। সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ছয়টি সমঝোতা স্মারক সই এবং কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে।

সই হওয়া সমঝোতাগুলো হচ্ছে- কৃষি, মৎস্যসম্পদ, প্রাণিসম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া খাতের সহযোগিতা বৃদ্ধি এবং এলএনজি ও এলপিজি সরবরাহের লক্ষ্য।

বাংলা ইনসাইডার/এসআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭