ইনসাইড গ্রাউন্ড

কেমন হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/04/2019


Thumbnail

বিশ্বকাপে জার্সি নিয়ে বাড়তি আগ্রহ থাকে ক্রিকেট প্রেমিদের। জার্সির রং কি হবে, ডিজাইন বা কেমন? জন্ম দেয় নানান প্রশ্ন। সব উত্তর পাওয়া যেতে পারে আগামীকাল (২৭ এপ্রিল)।

গত মাসের শেষদিকে বিসিবির কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ‘বিক্রি করার স্বত্ব’ কিনে নেয় ‘স্পোর্টস অ্যান্ড স্পোর্টস’ নামের একটি কোম্পানি। তখন জানানো হয় ২৫ এপ্রিল থেকে ভক্তরা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন টাইগারদের বিশ্বকাপ জার্সি। কিন্তু সেই তারিখ পেরিয়ে গেলো বাজারজাত হয়নি টাইগারদের বিশ্বকাপ জার্সি। এবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।  

২৭ এপ্রিল শনিবার বিকেলে বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের রেস্টুরেন্টে উম্মোচন করা হতে পারে টাইগারদের ইংল্যান্ড বিশ্বকাপের জার্সি।

সূত্র বলছে টাইগারদের জার্সিতে বাংলাদেশের পতাকার রং লাল-সবুজের প্রাধান্য থাকবে বেশি। ক্রিকেট দলের প্রতীক বাঘের ছাপের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭