ইনসাইড পলিটিক্স

নতুন বিএনপি আত্মপ্রকাশ করছে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/04/2019


Thumbnail

সরকারী পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে নতুন বিএনপি। এই বিএনপি আনুষ্ঠানিকভাবে জাতির পিতাকে স্বীকৃতি দিবে। স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক রাখবে না। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশকে এগিয়ে নেয়ার ঘোষণা থাকবে দলের গঠনতন্ত্রে। তবে এই দলের নেতৃত্বে কে থাকবেন টা স্পষ্ট নয়। একাধিক সূত্র আভাষ দিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিএনপির প্রধান হতে পারেন। যদিও বিএনপির শীর্ষ নেতারা এটা অস্বীকার করেছে। কিন্তু বিএনপি ঘনিষ্ট জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পর্ক্ত ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘জাতির পিতাকে স্বীকৃতি দিতে বিএনপির অসুবিধা থাকা উচিৎ নয়। এনিয়ে বিএনপির নেতাদের সঙ্গে আমরা কথা বলছি।‘ ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিএনপিকে পরিবর্তিত পরিস্থিতি বুঝতে হবে। একই সঙ্গে এরকম জাতীয় সমঝোতার জন্য সরকারকেও এগিয়ে আসতে হবে।’ ডা: জাফরুল্লাহ চৌধুরী মনে করেন সরকার যদি বেগম জিয়াকে মুক্তি দেয় তাহলে সমঝোতার পথ উন্মুক্ত হতে পারে। অবশ্য ডা: জাফরুল্লাহ চৌধুরীর এরকম বক্তব্যের সঙ্গে একমত নন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘বিএনপিকে বিভক্ত করতে সরকারের এজেন্ট হয়েই দলের মধ্যে অনেকে কাজ করছে।‘ এরা কারা জানরতে চাওয়া হলে গয়েশ্বর বলেন, ‘এরা কারা সবাই যানে।‘ বিএনপির প্রতিষ্ঠাকালীন এই সদস্য মনে করেন, ‘৮২সালেও বিএনপি থেকে কিছু নেতা বেরিয়ে গিয়েছিল। এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি। বরং যারা বিএনপি ভাঙার চেষ্টা করেছিল তাঁরাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।’ গয়েশ্বর বলেন, ‘আমি সহ যারা বড় নেতা তারা বিএনপি আছে বলেই বড় নেতা। বিএনপি ছাড়া এদের চার পয়সার দাম নেই।‘

তবে বিনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়মিত যোগাযোগ চলছে বলে জানা গেছে। সরকারের সঙ্গে দর কষাকষিতে মির্জা ফখরুল যে নিয়মিত অংশগ্রহণ করছেন তা মোটামুটি সবাই জানে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠরা বলছেন, মূলত: বেগম জিয়ার মুক্তির বিষয় নিয়েই সরকারের সঙ্গে আলাপ হচ্ছে মহাসচিবের। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেগম জিয়া যদি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন, তাহলে তার মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। সূত্র মতে, মির্জা ফখরুলও সংসদে যাবার বিপক্ষে নয়, কিন্তু তিনি চান আগে বেগম জিয়ার মুক্তি। একাধিক সূত্র বলছে, মির্জা ফখরুল সরকারকে আশ্বস্ত করেছে যে, বেগম জিয়াকে মুক্তি দেওয়া হলে বিএনপির নির্বাচিতরা শপথ নেবেন। বেগম জিয়াই তাদের তাদের শপথ গ্রহনের নির্দেশ দেবেন। সরকারের পক্ষ থেকে মির্জা ফখরুলের বক্তব্য অস্বীকার করা হচ্ছে না,  কিন্তু দলে মির্জা ফখরুলের যে গ্রহণযোগ্যতা নেই, এটা সরকার বোঝে। তাছাড়া, কারাগার থেকে বেরিয়ে বেগম জিয়া অন্যরকম অবস্থানও নিতে পারেন। অতীতে এরকম ঘটনা বহুবার ঘটিয়েছেন বেগম জিয়া। যে কারণেই আসছে নতুন বিএনপির প্রসংগটি। নির্বাচিত সংসদ সদস্যরা যদি শপথ নেন, তাহলে সেটাই হবে আসল বিএনপি। যে বিএনপি জিয়ার আদর্শ নয়, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরন করবে। তবে, একাধিক সূত্র বলছে, নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির একাংশকে নিয়ে যে নতুন বিএনপি হবে তার নেতা অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীও হতে পারেন।

 

বাংলা ইনসাইডার

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭