ইনসাইড গ্রাউন্ড

বঙ্গমাতা গোল্ডকাপ: গ্রুপ সেরার লড়াইয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/04/2019


Thumbnail

গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে মাঠে নেমেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মৌসুমী-মারিয়াদের প্রতিপক্ষ কিরগিজস্তান।

এ ম্যাচের আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দু’দল। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। আবার একই দলের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে কিরগিজস্তান।

গোল গড়ে এগিয়ে থাকায় এই ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। কিন্তু এ ম্যাচে জয় চাইছেন স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটন। এজন্য গতিময় ফুটবলের প্রতি জোর তিনি, ‘কিরগিজস্তানের খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী। আমাদের খেলোয়াড়রা ওদের মতো লম্বা নয়। তাই আমাদের লক্ষ্য শারীরিক লড়াইয়ে না গিয়ে গতিময় খেলে ম্যাচ বের করে আনা।’

এর আগে ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিনশিপের বাছাইয়ে কিরগিজস্তানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। তবে অতীত নিয়ে ভাবছে কৃষ্ণা-মৌসুমীরা। ফুটবলদের ফোকাস শুধু এই ম্যাচকে ঘিরে।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭