ইনসাইড পলিটিক্স

এমপিদের শপথ না নিতে তারেকের হুমকি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/04/2019


Thumbnail

সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার জন্য দলীয় এমপিদের ফোন করে চাপ দিচ্ছেন লন্ডনে পলাতক থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । বিএনপির দলীয় সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নেবার পর থেকে তারেক রহমান এক ধরনের কঠোর নির্দেশনা দিচ্ছেন এমপিদের। অনেককে আবার অতীতের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। সম্প্রতি তারেক রহমান ফোন করেন  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ উকিল আবদুস সাত্তারকে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য তিনজন তারেক রহমানের কোনো ফোন পাননি বলে জানা গেছে। তারেকের এই ফোন করাকে হুমকি মনে করছেন অনেকেই । তারেক রহমান তাদের ভবিষ্যতে পরিনতির কথা স্বরন করিয়ে দিচ্ছেন। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি ছয় সংসদ সদস্যদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত ছিল হাইকমান্ডের। কিন্তু দলীয় ওই সিদ্ধান্ত না মেনে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান গত ২৫ এপ্রিল এমপি হিসেবে শপথ নেন।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) উকিল আবদুস সাত্তার  প্রচ্ছন্ন হুমকি পেয়ে  গণমাধ্যমকে বলেন, ‘শপথ না নেওয়ার ক্ষেত্রে দলের সিদ্ধান্তের মধ্যেই থাকব।’

শপথ না নিতে লন্ডন থেকে তারেক রহমান তাকে ফোন করেছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, ফোন দিয়েছিলেন। তিনি শপথ না নেওয়ার কথা বলেছেন।’

অন্যদিকে, বগুড়া-৪ আসনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেন  জানান, তারেক রহমান তাকে ফোন করেননি। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি শপথ নেবেন না বলেও জানান।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম তারেক রহমানের ফোন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত দলের সিদ্ধান্তে আছি। শপথ নেওয়ার সিদ্ধান্ত নেইনি। দেখা যাক এখনো কিছু সময় আছে, আল্লাহ ভরসা।’

এদিকে বিএনপি দলীয়ভাবে শপথ নেবে না এটা দলের সিদ্ধান্ত। কিন্তু ব্যাক্তিগতভাবে সব এমপিই শপথ নেয়ার পক্ষে বলে জানা গেছে। তারেকের হুমকির পর পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে।

 

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭