ইনসাইড হেলথ

শিশুর সুস্থতায় করণীয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/05/2017


Thumbnail

শিশুর সুস্থতা তার বেড়ে ওঠাকে নিশ্চত করে। আর এমন সুস্থতার জন্য চাই নিয়মিত যত্ন। তবে শিশুর যত্নে মা-বাবার মনে থাকে নানা সংশয়। কোনটা খাওয়াবে, কোনটা খাওয়াবে না, কী করতে হবে, কীভাবে করতে হবে এমন নানা প্রশ্ন জাগে, যা নিয়ে সমস্যায় পড়েন মা-বাবা।

শিশুদের নিয়ে এমনি সব সমস্যায় পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ অধ্যপক ডা. মনজুর হোসেন।

শিশুর সুস্থতা জরুরি কেন?
শিশুকালেই একজনের শারীরিক গঠণ তৈরি হয়। গঠণ বলতে শারীরের আকৃতি নয় বরং শরীরের কার্যক্ষমতাকে বোঝানো হয়। যথাযথ যত্নের অভাবে শিশুর শারীরিক বিকাশ বাঁধাগ্রস্ত হতে পারে। এতে বিঘ্নিত হতে পারে মানসিক বিকাশও। তাই জন্মের পর থেকেই শিশুর নিয়মিত যত্ন নিশ্চিত করতে হবে।

শিশুরা সাধারণত কোন ধরনের অসুখে পড়ে?
প্রথমেই শিশুদের দুই ভাগে ভাগ করা যায়। একটি ভাগে থাকবে নবজাতক শিশু, অন্যটি হলো ২ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সের শিশু।

নবজাতকদের অসুস্থতার মধ্যে আছে প্রসবকালীন ব্যাথা বা ক্ষত, অক্সিজনের অভাবে শ্বাস নেওয়ার সমস্যা।
অন্য শিশুদের বেলায় শ্বাসতন্ত্রের প্রদাহ, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড জন্ডিস, ইনফেকশন সবচেয়ে বেশি দেখা যায়। তবে সময় মত টিকা দেওয়া হলে সংক্রমণজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। আবার এমন শিশুদের মধ্যে জন্মগত ত্রুটি, জন্মগত হৃদরোগ, ক্যানসারসহ কিছু সমস্যা ইদানিং বেশি দেখা যাচ্ছে।

এসব সমস্যার কারণগুলো কী কী? 
নবজাতকদের অসুস্থতা একাধিক কারণ হতে পারে। গর্ভকালীন সময়ে মায়ের যত্ন নেওয়ার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা যদি পর্যাপ্ত খাদ্য, বিশ্রাম ও পরিবেশ না পেলে শিশুর বৃদ্ধি বাঁধাপ্রাপ্ত হয়। এর ফলে নবজাতকের শ্বাসকষ্ট, হজম সমস্যা, দুর্বলতার মতো কিছু সমস্যা দেখা দেয়।

জন্মগত ত্রুটির জন্য অস্বাস্থ্যকর বা অজ্ঞ প্রসব ব্যবস্থাই দায়ী। প্রসবকালে শিশু আঘাত পেলে তা অনেক সময় সারাজীবন তাকে বয়ে বেড়াতে হয়।

বয়সে বড় শিশুদের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর খাবার অসুস্থতার মূল কারণ। এছাড়া শহরে চার দেয়ালে বন্দী শিশুরা খেলাধূলার সুযোগ পায় না, যা শারীরিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। এ কারণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশও বাঁধা পায়।

তাই শিশুর যত্ন শিশুর জন্মের আগে থেকেই শুরু করতে হবে। গর্ভবতী মায়ের বিশেষ যত্ন নিতে হবে।

শিশু বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন 

বাংলা ইনসাইডার/এমএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭