ইনসাইড বাংলাদেশ

অপারেশন সাকসেসফুল, সুস্থ আছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/05/2019


Thumbnail

প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে গতকাল শনিবার। অপারেশন সপল হয়েছে বলে মরফিল্ড`স আই হসপিটালের চিকিৎসকরা জানিয়েছেন। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষনে আছেন। আগামীকাল সোমবার চিকিৎসকরা তার চেকআপ করবেন। তারপর তিনি দেশে ফিরতে পারবেন বলে জানা যায়।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১ মে) লন্ডন যান। প্রধানমন্ত্রী মূলত চোখের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। তবে এ সফরে তিনি প্রবাসী বাঙালি কমিউনিটির নেতা ও দলীয় নেতাকর্মীদেরও সময় দেবেন।

এর আগে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসাসেবা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি এভাবে চিকিৎসা নেন।

এর আগেও একই হাসপাতালে এভাবে তিনি চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন। এ ছাড়া ২০১৭ সালের ৯ ডিসেম্বর সাধারণ রোগীর মতোই লাইনে দাঁড়িয়ে ৫ টাকার টিকিট কিনে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা’ করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় তার সঙ্গে বোন শেখ রেহানাও ছিলেন।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭