ইনসাইড পলিটিক্স

জাপার মতোই ‘অনুগত’ বিএনপি চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/05/2019


Thumbnail

বিএনপিকে সরকারের অনুগত চায় আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে এখন প্রায় সব রাজনৈতিক দলই ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুগত। মুক্তিযুদ্ধ, জাতির পিতা, যুদ্ধাপরাধীদের বিচারের মতো মৌলিক জাতীয় প্রশ্নে তাদের মতপার্থক্য কমে এসেছে। ১৯৮২ সাল থেকে ৯০ পর্যন্ত নয় বছর ক্ষমতায় ছিলেন এরশাদ। সে সময় এরশাদ না ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করেছিলেন, না জাতির পিতাকে স্বীকৃতি দিয়েছিলেন। এরশাদ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের পদোন্নতি দিয়েছিলেন। তাদের ব্যবসা-বাণিজ্য দিয়েছিলেন। ‘ফ্রিডম পার্টি’ নামে একটি রাজনৈতিক দলও খুলেছিল আত্মস্বীকৃত খুনীরা। ঐ রাজনৈতিক দলটি এরশাদের পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছিল। কিন্তু সময়ের আবর্তে সব বদলে গেছে। জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের গৃহপালিত দল। আওয়ামী লীগের সঙ্গে কেবল মহাজোট করেনি দলটি, বরং আওয়ামী লীগের কথার বাইরে যাবার জো নেই জাতীয় পার্টির। জাতীয় পার্টির অনেক অভ্যন্তরীন বিরোধ মেটান আওয়ামী লীগ সভাপতি। জাতীয় পার্টির নেতারা এখন যারপরনাই বঙ্গবন্ধুভক্ত। জাপা ঘপ্টা করে জাতীয় শোক দিবস, জাতির পিতার জন্মদিন পালন করে। মুক্তিযুদ্ধের কথা বলে জাপা নেতারা মুখে ফেনা তোলেন। কদিন আগেও এমনটা ছিল না। আওয়ামী লীগ বিএনপির মধ্যেও এই রুপান্তর চায়। আওয়ামী লীগ চায়, বিএনপি জাপার মতো পরিবর্তিত হোক। আদর্শগত দিক থেকে বিএনপি এবং জাতীয় পার্টি একই ঘরানার। দুটি দলই স্বাধীনতা বিরোধীদের পৃষ্টপোষকতা দিয়েছিল। কিন্তু জেল আতংকেই এরশাদের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের ধারণা, বিএনপিরও এরকম পরিবর্তন হবে। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের রাজনীতিতে মৌলিক জাতীয় প্রশ্নে আওয়ামী লীগ ঐক্যমত চায়।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন,‘ রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে। ভিন্ন কর্মসূচীও থাকতে হবে। কিন্তু মৌলিক জাতীয় প্রশ্নে আমাদের একমত থাকতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধীতা করে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দেওয়া যায় না।’ তিনি বলেন ,‘জাতির পিতা, দেশের স্বার্থ এবং উন্নয়ন এসব প্রশ্নে ছাড় দেওয়া যায় না। আমরা যে রাজনীতি করি না কেন, তাদের এসব প্রশ্নে একমত হতে হবে।’ হানিফ বলেন,‘ কেউ যদি জাতির পিতাকে স্বীকৃতি না দেয়, তাহলে তো ঐ দল বাংলাদেশের অস্তীত্বকেই অস্বীকার করলো। সেক্ষেত্রে কি তার রাজনীতি করার অধিকার থাকে?’ বেগম খালেদার মুক্তি এবং বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, তাদের সভা সমাবেশ করার অধিকার প্রশ্নে আওয়ামী লীগের একজন নেতা বলেন,‘ বিএনপিকে তো আগে সুষ্টু ধারায় ফিরতে হবে। স্বাধীরতা বিরোধীদের সঙ্গে বসবাস করে কিভাবে তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায়?’ আওয়ামী লীগের নেতৃবৃন্দের মনোভাব স্পষ্ট। বিএনপিকে বদলে যেতে হবে। বদলে যাওয়া মনে হলো স্বাধীনতা বিরোধীদের পরিত্যাগ করতে হবে, জাতির পিতাকে স্বীকৃতি দিতে হবে। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে। আওয়ামী লীগের একজন নেতা বলেন,‘এমনিতেই বিএনপির অস্তীত্ব বিপন্ন। এই অবস্থা কাটাতে তারা জাতীয় পার্টির মতো পন্থা অবলম্বন করতে পারে। তারা তাদের নীতি এবং আদর্শ পাল্টে মূলধারার রাজনীতিতে আসতে পারে। না হলে তাদের অস্তীত্ব বিলীন হয়ে যাবে। অবশ্য বিএনপিকে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। বিএনপির ৫ সংসদ সদস্য জাতীয় সংসদে এসব ব্যাপারে পরিবর্তিত রুপেই আবির্ভূত হবেন বলেই জানা গেছে।

 

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭