ইনসাইড আর্টিকেল

তোতা পাখির কথা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/05/2017


Thumbnail

তোতা পাখির কথা
বাবা : গালিগালাজ করার জন্য মাস্টার সাহেব তোকে মেরেছেন?
ছেলে : হ্যাঁ, তিনি জিজ্ঞেস করছিলেন, এই গালাগালি আমি কী করে শিখলাম- কার কাছ থেকে শিখলাম?
বাবা : তুই কী বললি?
ছেলে : তোমার কথা বললে তো তোমার অসম্মান হবে, তাই তোমার তোতা পাখিটার কথা বলেছি।

তথ্য ও যোগাযোগ মাধ্যম
দুই মহিলা গল্প করছেন।
১ম মহিলা : তোমার ছেলে নাকি বিদেশে পড়তে গেছে? কোন বিষয়ে?
২য় মহিলা : হ্যাঁ, তথ্য ও যোগাযোগ মাধ্যমের ওপর পিএইচডি করছে।
১ম মহিলা : বাহ্! তা সে কি বিয়ে করেছে? আছে কেমন?
২য় মহিলা : কীভাবে বলি? সে তো চিঠিও লেখে না, ফোনও করে না।

আমি বরং পাইলট হই
বাবা ছেলের ওপর বিরক্ত হয়ে রাগারাগি করছেন, তুই একটা অকর্মার ধাড়ি, মাটির ওপর একটা বোঝাস্বরূপ।
ছেলে: বাবা, তা হলে আমি বরং পাইলট হই।

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭