সোশ্যাল থট

সংকটে মিডিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/05/2019


Thumbnail

"নিউ মিডিয়ার দাপটে বাংলাদেশে টেলিভিশন শিল্পে সংকট চলছে-- আপনাদের এমন অজুহাত মানতে নারাজ। দেড় দশক আগেই আমরা জেনে আসছি, সম্প্রচার মাধ্যমে শিগগিরই নিউ মিডিয়ার প্রসার ঘটবে, তখন গণযোগাযোগের প্রাচীন মাধ্যমগুলোর চাহিদা কমবে। বিকাশ ঘটবে AI বা আর্টিফিশিয়াল ইনটেলেকচ্যুয়াল, যা বিশ্ব বাণিজ্যের 70 ভাগই দখল করে নেবে, বাস্তবতাও এখন তাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা সম্প্রচার মাধ্যমে কাজ করি, তারা এসব জানার পরও নিউ মিডিয়ার সাথে আমরা তাল মিলিয়ে চলার চেষ্টা করছি না কেন? কেন নতুন নতুন ভাবনা নিয়ে এগোচ্ছি না? (কেউ কেউ করছেন) বরং এসব না করে উল্টা বর্তমান সংকটে হা-হুতাশ করছেন, আর টেলিভিশন মালিকদের নিজেরাই তা উস্কে দিচ্ছেন। যার নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের মতো সংবাদ কর্মীদের মাঝে। আপনারা (কতিপয়) মালিকদের বার বার হতাশার কথা না বলে, বরং বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন ভাবনা তাদের সামনে তুলে ধরেন, আশা দেখান কীভাবে টিকে থাকা যায় সবাইকে নিয়ে। মালিকদের শুধু তোষামোদি না করে, প্রকৃত লিডার হয়ে কর্মীদের সাথে থাকেন। সংকটের গভীরতার জন্য আজ আপনারাই দায়ী, আপনারা ব্যর্থ যে, মালিকদের সাথে কর্মীদের ব্রিজ তৈরি না করে কেবল নিজেদের মধ্যে ব্রিজ তৈরি করে রেখেছেন, যার সুযোগ নিচ্ছেন কেউ কেউ, চলছে গণছাটাই। তাই ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে আমার পরামর্শ, অনেকের মতো আপনারাও কর্মী বান্ধব হন, দলকানা কিংবা মালিক বান্ধব নয়, নিউ মিডিয়া যেভাবে চলছে নিজের প্রতিষ্ঠানটাকেও সেইভাবে অ্যাডাপ্ট করুন, যোগ্য জায়গায় যোগ্য লোককে বসান, দেখবেন বন্ধ হবে ছাটাই, আলোর মুখ দেখবে প্রতিষ্ঠান।"

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭