কালার ইনসাইড

শুরুটা ভালোই হলো টাইগারদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/05/2019


Thumbnail

শুরুটা খারাপ হল না। টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে এবং তারা সুতারিয়া অভিনীত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ১২.০৬ কোটি টাকা। যা প্রথম সংস্করণের থেকে তুলনামূলক ভাল বলেই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা।

টাইগার বলছেন, ‘‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ একটু অন্য ধরনের ছবি। সিনেমায় শক্তি প্রদর্শনের তেমন ব্যাপার নেই। কেউ ঘুসি মারলে রক্তাক্ত হই। হিরোর মতো পালটা জবাব দেওয়ার ক্ষমতা নেই। পুরোদস্তুর কলেজ ছাত্র। ওয়ান ম্যান আর্মি নই।’

তবে দর্শক কী বলছেন? জানা যাচ্ছে, প্রথম দিনে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শক থেকে। তাঁদের কথায়, স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ প্রথম সংস্করণ থেকে অনেক বেশি রিফ্রেশ। স্টুডেন্ট অব দ্য ইয়ার প্রথম দিনে ব্যবসা করে ৭.৫২ কোটি।

তবে, সিনেমা বিশেষজ্ঞদের দাবি, টাইগার যতই এই সিনেমাকে নতুনত্ব বলে ব্যাখ্যা করুক, বাঘী ২ কিন্তু প্রথম দিনে এর থেকে ভাল ব্যবসা করেছিল। পরিচালক পুনিত মালহোত্রার এটি তৃতীয় ছবি। এর আগে ‘আই হেট লভ স্টোরিজ’ ও ‘গোরি তেরা প্যায়ার ম্যায়’ ছবি বানিয়েছেন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭