ইনসাইড আর্টিকেল

মাকে নিয়ে বিখ্যাতদের যত স্মরণীয় উক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/05/2019


Thumbnail

মা কখনো জীবনে হাজির হয়েছেন আবেগের আশ্রয় ভূমিকায়, আবার কখনো হয়ে উঠেছেন সংগ্রাম, আত্মত্যাগ, অধ্যবসায় ও সাফল্যের চাবিকাঠি। জীবনের যেকোনো সাফল্যে মায়ের অবদান সীমাহীন। আর এই বিশ্বের ইতিহাসে যারা মহামানব বা মনীষী হিসেবে স্থান পেয়েছেন, তারাও কখনোই নিজের মায়ের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাতে দ্বিধা করেন না।

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার আর ‘মা’য়ের প্রতি ভালোবাসা ও মাতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় বিশ্ব মা দিবস। তাই, আজ রোববার (১২ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা’ কে নিয়ে কয়েকজন বিখ্যাত মনীষীর উদ্ধৃতি নিয়ে বাংলা ইনসাইডারের পাঠকদের জন্য এই আয়োজন।

খাটি সোনাকে আরও বেশি খাটি করা সম্ভব, কিন্তু মায়ের সৌন্দর্যকে এর থেকে বেশি সুন্দর করা অসম্ভব- মহাত্মা গান্ধী

আমি এপর্যন্ত যে অবস্থানে পৌঁছেছি এবং ভবিষ্যতে আরও যত দূর এগোবো, সবকিছুই আমার দেবীর মতো মায়ের কারণে সম্ভব হয়েছে- আব্রাহাম লিংকন

যার মা আছে, সে কখনও গরীব নয়- আব্রাহাম লিংকন

মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়- হুমায়ূন আহমেদ

মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা- হুমায়ূন আহমেদ।

মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে- গৌতম বুদ্ধ

তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো- নেপোলিয়ন বোনাপার্ট

আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল- জর্জ ওয়াশিংটন

সন্তানরা ধারালো চাকুর মতো। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে- জোয়ান হেরিস

আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ- এলেন ডে জেনেরিস

কোনো একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়, একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য- সোফিয়া লরেন

আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই- মিশেল ওবামা

মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময়- নোরা এফ্রন

সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা- শিয়া লাবেউফ

আমার মা মনে করেন, আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি- দিয়াগো ম্যারাডোনা

মানুষের জীবনে মা যে কারো ভূমিকায় হাজির হতে পারেন, কিন্তু অন্য কারো পক্ষে মায়ের ভূমিকায় হাজির হওয়া সম্ভব না - গ্যাসপার মেমিলড (১৮২৪ সালে জন্ম নেওয়া সুইডিশ যাজক)

চোখ খুলে মমতাময়ী মায়ের মুখটির প্রেমে পড়ার মধ্য দিয়েই শুরু হয় জীবন- জর্জ এলিয়ট (ব্রিটিশ কবি)

মা এমন একজন যার ওপর মানুষ নির্ভর করে না, বরং নির্ভর করতে বাধ্য হয়-ডোরোথি ক্যানফিল্ড ফিশার (মার্কিন লেখিকা ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট)

মাতৃত্ব কোনো জৈবিক সম্পর্ক নয়, এটা অনুভবের বিষয় -রবার্ট হেইনলেইন (মার্কিন সায়েন্সফিকশন লেখক)

মা হচ্ছেন জীবনের শ্রেষ্ঠ চিয়ারলিডার যার কোনো উইনিফর্ম দরকার নেই-রিচেল গুডরিচ (মার্কিন ঔপন্যাসিক)

মায়ের ভালোবাসা এতোটাই শক্তিশালী যে এটি সবসময় নিজের চিহ্ন রেখে যায়। এতো বেশি গভীর আর শক্তিধর সেই ভালোবাসা, যা সারাজীবন সুরক্ষা কবজের মতো আমাদের ঘিরে থাকে-জেকে রাউলিং (ব্রিটিশ লেখিকা)

একজনের জন্য সবচেয়ে বেশি দুশ্চিতায় থাকেন তার মা।-স্টিফেন কিং (মার্কিন হরর লেখক)

সন্তান হচ্ছে একজন মায়ের জীবনের নোঙ্গর-সফোক্লিস (গ্রিক নাট্যকার)

বাংলা ইনসাইডার

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭