ওয়ার্ল্ড ইনসাইড

জুলিয়ান অ্যাসাঞ্জের মামলার বিষয়ে সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/05/2019


Thumbnail

উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে করা ধর্ষণ মামলা পুনঃতদন্ত করা হবে কি না সে বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত জানাবে সুইডেন। নির্যাতনের শিকার নারীর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মামলাটির পুনঃতদন্ত শুরু হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

আজ সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘদিন ধরে আশ্রয়ে থাকায় মামলাটি নিয়ে আর শোরগোল হয়নি। এই এপ্রিলে দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের পর যৌন নিপীড়নের মামলার বিষয়টি আবার আলোচনায় আসে।

গত ২০১০ সালে সুইডেনে যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। তবে শুরু থেকেই অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ কখনো স্বীকার করতেন না।

 

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭