ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের প্রথম জঙ্গি ছিল এক হিন্দু!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/05/2019


Thumbnail

স্বাধীন ভারতের প্রথম জঙ্গিই ছিল এক হিন্দু বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা ও রাজনীতিক কমল হাসান। গতকাল রোববার নিজ দলের এক নির্বাচনী সমাবেশে একথা বলেন তিনি।  

ক্ষমতাসীন বিজেপির মিত্র রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে আক্রমণ করে কমল হাসান বলেন, ‘স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু। তার নাম নাথুরাম গডসে। মুসলিম ভোটারদের কথা মাথায় রেখে একথা বলছি না। গান্ধিজির খুনের কথাই এতদিন পরে তুলছি।’

কমল হাসান আরও বলেন, ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রকাশ্যেই নাথুরাম গডসের পক্ষে বলেছে বিজেপির একাংশ। নাথুরাম গডসের মন্দিরও তৈরির চেষ্টা হয়েছে। অথচ এই লোক ছিলেন জঙ্গি হামলাকারী।

উল্লেখ্য, কমল হাসান গত বছর রাজনীতিক হিসেবে আত্মপ্রকাশ করেন। গত বছর ২১ ফেব্রুয়ারি তার রাজনৈতিক দল মাক্কাল নিধি মায়াম (এমএনএম) যাত্রা শুরু করে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭