ইনসাইড পলিটিক্স

ঈদে থাকছেন না প্রধানমন্ত্রী; নেতাকর্মীদের হতাশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/05/2019


Thumbnail

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদ উল ফিতর দেশে করবেন না। আগামী ২৮ মে তিনি জাপানে যাচ্ছেন একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে। জাপানের সফর শেষ করে তিনি ৩১মে সৌদি আরবে যাবেন। সেখানে তিনি রাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে তিনি আবুধাবিতে যাবেন। সেখানে তার কন্যা সায়মা ওয়াজেদের সঙ্গে ঈদ উদযাপন করবেন। প্রধানমন্ত্রী ঈদে না থাকায় তৃনমূলের নেতাকর্মীর মধ্যে হতাশা তৈরী হয়েছে। কারণ প্রধানমন্ত্রী দেশে থাকলে তিনি সর্বস্তরের জনগনের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। গণভবনের দরজা উম্মুক্ত করে দেওয়া হয়। মূলত প্রতি বছর রোজা এবং ঈদ উপলক্ষ করেই তৃনমূলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সান্নিধ্য পান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাত করতে পারেন। এতে তারা উজ্জীবিত থাকেন। কিন্তু এবার রোজার শুরুতেই প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করেছিলেন।

এবার পরিস্থিতি ছিল ভিন্ন। প্রথম রমজান থেকেই আওয়ামী লীগ সভানেত্রী দেশের বাইরে ছিলেন। চোখের অপারেশন করে প্রধানমন্ত্রী দেশে ফিরলেও এখন পর্যন্ত তিনি নেতাকর্মীদের সঙ্গে তেমন দেখা সাক্ষাৎ করছেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও সপ্তাহখানেক কম পরিশ্রম করতে হবে প্রধানমন্ত্রীকে। বেশী মানুষজনের সঙ্গে মেশা যাবে না, ধুলোবালি ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। এজন্যই এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো সীমিত রয়েছে। আবার ২৮মে প্রধানমন্ত্রী দেশের বাইরে চলে গেলে গণভবনে যে ইফতারের আয়োজন হয় সেই আয়োজনও তার জৌলুস হারাবে। যার ফলে তৃণমূলের নেতাকর্মীরা যারা এই সময়টায় দেখা সাক্ষাত করেন, প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন তাঁরা এসব থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে ঈদ উৎসবে নেতাকর্মীরা ঈদের দিন সকাল থেকেই নেতাকর্মীরা লাইন দেন এবং দেখা যায় যে দীর্ঘ লাইন থাকে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীও প্রত্যেককে সময় দেন। প্রত্যেকের কথা এবং বক্তব্য শোনেন। এটাই হলো তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগ সভাপতির যোগাযোগের একটা বড় মাধ্যম। কিন্তু এবারে সেই মাধ্যমটা হচ্ছে না। আওয়ামী লীগের সভাপতির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে ভিডিও কনফারেন্স বা বিভিন্নভাবে যোগাযোগ করবেন। কাউন্সিলের আগে একাধিক বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এই বর্ধিত সভাগুলোর মাধ্যমেও তৃণমূলের সঙ্গে যুক্ত থাকবেন আওয়ামী লীগ সভাপতি।

 

বাংলা ইনসাইডার

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭