কালার ইনসাইড

মাকে নিয়ে জ্যাকি শ্রুফের যে কথা সবাইকে ভাবাবে(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/05/2019


Thumbnail

বলিউডে তারকাখ্যাতি পেয়েও জ্যাকি সব সময় মাটিতে পা রেখে চলেন। মুম্বাইয়ের এক বস্তিতে তাঁর বড় হয়ে ওঠা। আজও তিনি নিয়ম করে সেই বস্তিতে যান। আজও ধরে রেখেছেন নিজের শিকড়কে। তিনি বলেন, ‘অনেক বড় বড় মানুষকে আমি কাছ থেকে দেখেছি। তাঁদের উচ্চতার কাছে আমি কিছুই নই। আমি চুনোপুঁটি। বিনোদ খান্না, শশী কাপুর তাঁরা যত বড় তারকা, তার চেয়েও মানুষ হিসেবে তাঁরা অনেক বড়। তাঁদের থেকে শিখেছি অসাধারণ হয়েও সাধারণ কীভাবে হওয়া যায়।’ 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার বস্তিতে চারটা বেড রেখেছি। সেখানে ডাক্তারের ব্যবস্থা আছে। কেউ অসুস্থ হলে সেখানে ভর্তি করা হয়।’

তিনি মাকে নিয়ে বলেন,‘ যখন আমরা বস্তিতে থাকতাম। সবাই একসঙ্গে ঘুমাতাম। একজন কাশি দিলেও আরেকজন উঠে যেত। যখন আমি টাকা আয় করলাম। আমি আমার পাশেই মাকে একটা বেডরুম দিলাম। এতে আমার খুশি হলো মনে। যে মাকে একটা বেডরুম তে পেরেছি। কিন্তু আমার ও মায়ের মধ্যে একটা দেয়াল হয়ে গেল। মায়ের রাতে হার্ট অ্যাটাক হলো। সকালে ওঠে দেখলাম তিনি নেই। যদি এই দেয়াল না হতো হয়তো সে বেচে যেতেন। হয়তো তাকে আমি হসপিটালে নিয়ে যেতে পারতাম। টাকায় আয় করলাম, দেয়াল এসে গেল, সম্পর্ক চলে গেল।’

জ্যাকির ছেলে টাইগার শ্রফও মাটিতে পা রেখে চলেন। তার কারণ হিসেবে জ্যাকি বলেন,‘আমি আমার মায়ের থেকে জীবনের সব মূল্যবান শিক্ষা পেয়েছি। টাইগারও ওর মা আয়েশার থেকে শিক্ষা, সংস্কার, আচার শিখেছে। আমার ধারেকাছে আয়েশা সন্তানদের খুব একটা ঘেঁষতে দিত না। কারণ, আমি খুব গালিগালাজ করি। আজও মুম্বাইয়ের টাপোরি (কথ্য) ভাষায় কথা বলি। তাই আমার থেকে ছেলেমেয়েকে দূরেই রাখত আয়েশা। ওরা আয়শার মতো হয়েছে।’

ভিডিওটি দেখুন:


বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭