কালার ইনসাইড

নোলকের গল্পে যা আছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/05/2019


Thumbnail

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা অন্যতম আলোচিত সিনেমা শাকিব খানের নোলক। সিনেমাটি শুরু থেকেই আলোচনা ধরে রেখেছে। শাকিব খান এই সিনেমার মাধ্যমে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন। ভারতের রামুজী ফিল্ম সিটিতে হয়েছে সিনেমাটির শুটিং।  পরিচালক-প্রযোজক দ্বন্দ্বে শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ সিনেমা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। জমকালো মহরতের পর টানা ২৮ দিন ভারতের হায়দরাবাদে শুটিং করেন পরিচালক রাশেদ রাহা। শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় প্রযোজকের। এরই জেরে পরের লট থেকে প্রযোজক সাকিব সনেট পরিচালক রাশেদ রাহাকে ছাড়াই শুটিং শুরু করে দেন। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ ও পাল্টা অভিযোগে অনেক সময় পার হয়ে যায়। এবার মুক্তির পালা। শাকিব খানের এই আলোচিত সিনেমায় কী আছে?

এই সিনেমার অভিনেতা তারিক আনাম খান জানান, ‘এটা এক ধরনের ফ্যান্টাসি সিনেমা। কেউ মোটরসাইকেল চালায় আবার কেউ ঘোড়ার গাড়িতেও চড়ে। পুরোনো আমলের জমিদারির ব্যাপার আছে। দুই ভাইয়ের গল্প। পাশাপাশি থাকে দুই ভাই। খুবই সরল প্রকৃতির মানুষ। প্রচুর টাকা পয়সা জমিদারি আছে। সময় কিভাবে কাটবে জানা নেই। এরা দুই ভাই উপদেষ্টা নিয়োগ করে যে তাদের সঙ্গে থাকবে। সময় যখন কাটে না, তখন উপদেষ্টারা বুদ্ধি দেয় যে আপনারা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। মামলা করলে সময় কাটবে। প্রথমে তারা রাজি হয় না। আস্তে আস্তে জটিলতা বাড়তে থাকে।  বড় ভাইয়ের এক ছেলে ও ছোট ভাইয়ের মেয়ে। বড় ভাই আমি। আমার ছেলের নাম নোলক, শাকিব খান যে চরিত্রে আছেন। আর ছোট ভাই রজতাভ দত্ত রনি। তার মেয়ের চরিত্রে আছেন ববি। পরিবারের একটা ঐতিহ্য আছে ছেলের বিয়ে হলে তাকে নোলক দেয়। সেটা নিয়ে একটা ক্রাইসিস তৈরী হয়।’

তিনি আরো বলেন,‘এটাও খুব এন্টারটেইনিং সিনেমা। থাকে না একদম আমরা যেসব সিনেমা ঈদে বা উৎসবে পছন্দ করি। এখানে যেমন হিরো হিরোইন আছেন, তেমনি ভালো গান আছে। পয়লা বৈশাখের গান ও মেলার গান আছে। ছবিটা অনেক বাজেট নিয়েও তৈরী হয়েছে। যেটা একটা ইন্ডাস্ট্রিতে এখন খুব দরকার।’


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭