ইনসাইড গ্রাউন্ড

তামিমের পর লিটনেরও অর্ধশতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/05/2019


Thumbnail

আয়ারল্যান্ডের দেয়া ২৯৩ রানের টার্গেট তারা করতে নেমে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস প্রথম উইকেটে শতরানের জুটি গড়েন। তামিম ৫৩ বলে ৫৭ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরলেও লিটন এখনও ৭৬ রানে অপরাজিত আছেন।

তামিম-লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ১৫ ওভারেই একশ তিন রান তোলে বাংলাদেশ। তবে ১৭তম ওভারে তামিম ইকবালকে বোল্ড করেন বয়েড র‌্যাঙ্কিন। এরপর ক্রিজে আসেন সাকিব। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ২২ ওভারে এক উইকেটে ১৬০ রান সংগ্রহ করেছে। লিটন ৭৬ ও সাকিব ১৭ রানে ব্যাট করছেন।  

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯২ তুলে আয়ারল্যান্ড। বাংলাদেশ-আয়ারল্যান্ডের এই ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতার। কারণ টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট আগেই নির্ধারিত হয়ে গেছে। ফাইনালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। তাই এই ম্যাচে হারলেও কোন ক্ষতি হবে না বাংলাদেশের। তবে জিতলে নিঃসন্দেহে ফাইনালের জন্য উদ্দীপনা হিসেবে কাজ করবে। আর আয়ারল্যান্ড চাইছে এই ম্যাচে জিতে সান্ত্বনার জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে।


বাংলা ইনসাইডার/এসআর 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭