ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে জরুরী অবস্থা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2019


Thumbnail

যুক্তরাষ্ট্রে জরুরী অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের সাইবার নেটওয়ার্ককে ‘বিদেশি শত্রু’ থেকে রক্ষা করার জন্যই এই আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

জরুরী অবস্থা সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশটি যেসব মার্কিন কোম্পানি বিদেশি টেলিকম ব্যবহার করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ট্রাম্প নির্দিষ্টভাবে কোনও কোম্পানির নাম উল্লেখ করেননি। বিশেষজ্ঞরা মনে করছেন এটা প্রধানত চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশের লক্ষ্য হল ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা।

হুয়াওয়ে বর্তমানে টেলিকম খাতের যন্ত্র তৈরির সবচেয়ে বড় প্রতিষ্ঠান। কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে, তাদের তৈরি যন্ত্রগুলোর মাধ্যমে তারা সারা বিশ্বের ওপর নজরদারি করছে। তবে হুয়াওয়ের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭