ইনসাইড বাংলাদেশ

চোখের চিকিৎসায় এবার লন্ডনে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2019


Thumbnail

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০০১) স্থানীয় সময় বুধবার বেলা ৩টা  ৫১ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।

এসময় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। হিথ্রো থেকে সরাসরি রাষ্ট্রপতিকে সেন্ট্রাল লন্ডনে তার জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রপতিকে নিয়ে বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

জানা গেছে, রাষ্ট্রপতি লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। বঙ্গভবনের মুখপাত্র সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ২৬ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আব্দুল হামিদ দীর্ঘদিন ধরেই চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। তিনি স্পিকার থাকা অবস্থা থেকেই থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করছেন।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭