টেক ইনসাইড

এবার ল্যাপটপ আনছে রেডমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2019


Thumbnail

স্মার্টফোনে ব্যাপক জনপ্রিয়তার পরে এবার ল্যাপটপের দিকে মন দিয়েছে শাওমির সাব ব্র্যান্ড রেডমি। তারা ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে ল্যাপটপও আনতে যাচ্ছে, সেটা অবশ্য কিছুদিন আগেই জানা গিয়েছিল। প্রযুক্তিক্ষেত্রে জনপ্রিয় ব্লুটুথ সিগ ওয়েবসাইটে ল্যাপটপটির স্পেসিফিকেশন বিস্তারিত প্রকাশ পেয়েছে। এটা রেডমি ব্র্যান্ডের প্রথম ল্যাপটপ।

ল্যাপটপের নাম রাখা হয়েছে ‘রেডমিবুক ১৪’। নামের সঙ্গে মিল রেখে এতে থাকবে ১৪ ইঞ্চির ডিসপ্লে। ইন্টেলের প্রসেসর থাকছে। কোর আই৩, কোর আই৫ ও কোর আই৭ সংস্করণে পাওয়া যাবে ল্যাপটপটি।

৪ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে ল্যাপটপটি। বেজ মডেলে রাখা হচ্ছে ইন্টেলের গ্রাফিক্স কার্ড। দামি সংস্করণটিতে থাকবে এনভিডিয়ার জিফোর্স এমএক্স২৫০ জিপিইউ। রেডমিবুক ১৪ প্রথমে শুধু রূপালি রঙে বাজারে আসবে। তবে দাম বিষয়ে কিছু জানা যায়নি।

আগামী ১৩ মে চীনের এক ইভেন্টে এই ল্যাপটপটিকে ফ্ল্যাগশিপ ফোন রেডমি কে২০ মডেলের সঙ্গে উন্মোচন করা হবে।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭