ইনসাইড বাংলাদেশ

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের ‘ডোপ টেষ্ট’ করানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2019


Thumbnail

ছাত্রলীগের পদবঞ্চিতরা এবার সভাপতি-সম্পাদকের ‘ডোপ টেস্ট’ করার দাবি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের বিক্ষুব্ধ অংশটি এমন দাবি জানায়।

ছাত্রলীগের বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন ‘ডোপ টেস্ট’ করানোর দাবি জানান।

কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান বলেন,‘ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের যে দাবি আমরা জানিয়েছিলাম, তা যৌক্তিক ছিল বলেই সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭ জন বিতর্কিতের তালিকা দিতে বাধ্য হয়েছি। আমাদের চাওয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা অনুযায়ী যেন কমিটি পুনর্গঠন করা হয়।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্রলীগের বিগত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ বাবু।

বিতর্কিতদের বাদ দিয়ে ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে বুধবার বিতর্কিতদের বাদ দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭