ইনসাইড বাংলাদেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন কে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2019


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে ফিরেছেন গতকাল। ওবায়দুল কাদের দেশে ফেরার সাথে সাথে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী আপনা আপনি সাধারণ সম্পাদকের দায়িত্ব তার হাতে চলে এসেছে। ওবায়দুল কাদের দেশে ফেরার পরও তিনি এখনো অবসরেই আছেন। তাকে বলা হয়েছে আরো কিছুদিন বিশ্রাম নিতে। কিন্তু সংসদ ভবন এলাকায় যে তার বাসভবন, সেখানে গিয়ে যেন তার সঙ্গে কেউ দেখা সাক্ষাৎ না করে, বিরক্ত না করে, তার যেন নিবিড় বিশ্রাম নিশ্চিত থাকে, সে ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে। সে অনুযায়ী গতকাল এসেই তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বাসায় গেছেন এবং এখন পর্যন্ত তিনি কোন দলীয় কর্মকাণ্ড বা মন্ত্রণালয়ের কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন না। গঠনতন্ত্র অনুযায়ী তিনি যদি দায়িত্ব পালনে অপারগ হন বা বিদেশে অবস্থান করেন, তাহলেও একজন সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশে ফেরার সঙ্গে সঙ্গে মাহবুবুল আলম হানিফ আর সাধারণ সম্পাদক নন। 


কাজেই আওয়ামী লীগের অনেক স্থানীয় নেতা ও কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের এখন সাধারণ সম্পাদক কে? কারণ গঠনতন্ত্র অনুযায়ী একদিকে ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক হবেন, আবার ওবায়দুল কাদের যেহেতু এখনো দায়িত্ব বুঝে নেননি, সেজন্য মাহবুবুল আলম হানিফই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। কিন্তু এ ব্যাপারে কোন ব্যাখ্যা এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি।


বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭