কালার ইনসাইড

আবেদন না করেই শমীর অনুদান প্রাপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/05/2019


Thumbnail

আবেদন করেননি অথচ চলচ্চিত্র নির্মাণের জন্য পেয়েছেন অনুদান। এবার অনুদান নিয়ে এমন ঘটনাও শেষ পর্যন্ত ঘটেছে। যে ছবির তৈরির জন্য এরই মধ্যে বরাদ্দ হয়েছে ৬০ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে ঘটেছে এমনই ঘটনা। আগেই প্রাথমিকভাবে ৮টি পূর্ণদৈর্ঘ্য ছবিকে দেয়া হয় সরকারি অনুদান।

চলচ্চিত্র নির্মাণে প্রদেয় অনুদানের বিষয়ে শেষ সভায় গত ১৪ মে আট ছবির সাথে যোগ করা হয় ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ নামের আরো একটি ছবি। অভিনেত্রী শমী কায়সার সিনেমাটির জন্য অনুদান পেয়েছেন।

অবাক করার বিষয়, সরকারি অনুদানের জন্য নাকি কোন ছবিই জমা দেননি শমী কায়সার।

শমী কায়সার গণমাধ্যমে জানান,‘কোন এক ভুল বোঝাবুঝিতেই হয়তো এমনটা হয়েছে। ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ নামের কোন ছবিই অনুদানের জন্য জমা দেননি তিনি।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭