সোশ্যাল থট

প্রথমবার রোজা রাখল মাশরাফি কন্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/05/2019


Thumbnail

সাত বছর বয়স থেকে রোজা রাখা কঠিন হলেও রোজা রাখার চর্চা শুরু করার জন্য ইসলামে নির্দেশ দেওয়া আছে। সেমতে অনেকটাই এগিয়ে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মেয়ে হুমায়রা মুর্তজা।

মাত্র আট বছর বয়সেই রোজা রাখতে শুরু করেছে হুমায়রা। এমনটাই জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন মাশরাফির স্ত্রী। সুমীর পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, ইফতারি সামনে নিয়ে বসে আছে ছোট্ট হুমায়রা।

ছবির ক্যাপশনে সুমি লেখেন, ‘হুমায়রার জীবনে আজ প্রথম রোজা রেখে ইফতার করা। আলহামদুলিল্লাহ।’

২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইলের চিত্রাপাড়ের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন মাশরাফি বিন মুর্তজা। বিয়ের পাঁচ বছরের মাথায় বাবা হন মাশরাফি বিন মুর্তজা। ২০১১ সালের ১৮ মার্চ মাশরাফি ও সুমনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা মুর্তজা।

কিছুদিন আগে মাশরাফি কন্যা কোরয়ান তেলওয়াত করেও সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। একটি অনুষ্ঠানে তার কন্ঠে তেলওয়াত শুনে সকলে মুগ্ধ হয়েছেন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭