ইনসাইড গ্রাউন্ড

‘ষোল কোটির পনের’ বিশ্বকাপে লম্বা ইনিংস খেলতে চান লিটন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/05/2019


Thumbnail

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসর। ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্ব আসরকে সামনে রেখে চলছে বাংলা ইনসাইডার-এর বিশেষ আয়োজন ‘বিশ্বকাপে…বিশ্ব কাঁপে’। কাউন্ড ডাউন স্টোরিতে এবার থাকছে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডের সদস্যদের নিয়ে পর্যালোচনা ‘ষোল কোটির পনের’। আজকের বিকেলের আয়োজেনে থাকছেন উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার দাস।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার একটি ফেসবুক স্ট্যাটাস চমকে দেয় সবাইকে। টাইগার দলপতি লিখেছিলেন, ‘ছেলেটিকে দুই বছর খেলতে দেন, সব পরিষ্কার হয়ে যাবে’। চারিদিকে রব ওঠে কে সেই ছেলে? তিনি অন্য কেউ নন, বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম সদস্য লিটন কুমার দাস।

ক্রিকেট ক্যারিয়ার: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের অনুসারী লিটন ২০০৮ সালে ভর্তি হন দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। স্কুল ক্রিকেট থেকে শুরু করে সবগুলো বয়সভিক্তিক দল পেরিয়ে চলে আসেন লাইমলাইটে। ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে প্রথম শ্রেনীর ক্রিকেট, সব জায়গায় বইয়ে দেন রানের ফোঁয়ারা। সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহুর্তে জায়গা হয়নি ২০১৫ সালের বিশ্বকাপ স্কোয়াডে।

আন্তর্জাতিক ক্যারিয়ার: গত বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় লিটন কুমার দাসের। অভিষেক ম্যাচে তাঁর ব্যাটিং নজর কাড়ে অনেকের। ভারতের আনন্দবাজার পত্রিকার এক সিনিয়র সাংবাদিক বলেছিলেন, ছেলেটার সাহস আছে বটে। নিজেদের ধরে রাখতে পারলে লম্বা রেসের ঘোড়া হবে সে।’

তবে শুরুর প্রতিশ্রুতি ধরে রাখতে পারেনি তিনি। টেস্টে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা, টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা আর ওয়ানডেতে এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে বেশ কিছু ভালো ইনিংস আছে তাঁর। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের সবটুকু যে দেওয়া বাকি তা ভালো করেন জানেন লিটন কুমার দাস।

নির্বাচকদের ব্যাখ্যা: ইমরুল কায়েসের পরিবর্তে লিটন ও সৌম্য স্কোয়াডে জায়গা পাওয়ার চারিদিকে শুরু হয় বিতর্ক। কিন্তু নির্বাচকদের কাছে অনেকটা অ্যাটমেটিক চয়েজ ছিলেন। বাঁহাতি তামিম ইকবালের জায়গা পাকা হওয়ায় ওপেনিং একজন ডানহাতি ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা দলে রাখা হয়েছে লিটনকে। এমন ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে ডানহাতি এবং বামহাতি ব্যাটসম্যানের একটা কম্বিনেশন চাচ্ছিলেন। সেই বিবেচনা করেই লিটনকে স্কোয়াডে রাখা হয়েছে।’

লিটনের লক্ষ্য: বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার পর থেকে লম্বা ইনিংস খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমি বড় ইনিংস খেলতে চাই। আর এজন্য আমাকে অনেকক্ষণ ক্রিজে থাকতে হবে। এক-দুইয়ের পাশাপাশি চার-ছয় মারতে হবে। তখন কত রকম শট এমনিতেই চলে আসবে! আমার ব্যাটিং দেখে অনেকে অনেক প্রশংসা করে। কিন্তু আমি সন্তুষ্ট হতে পারি না। মনে হয়, আরো ভালো খেলতে পারতাম।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭