ইনসাইড গ্রাউন্ড

আছেন নিষিদ্ধ নেইমার, নেই মার্সেলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/05/2019


Thumbnail

ফরাসি কাপে ফাইনালে হারের পর নিজ দলের এক সমর্থকের সঙ্গে বিবাদে জড়িয়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রশ্ন ওঠে ছিলো কোপা আমেরিকা ফুটবলে ব্রাজিলের স্কোয়াডে থাকবেন তো পিএসজি তারকা? কিন্তু দলের সেরা তারকাকে রেখে স্কোয়াড় ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে।

আগামী জুনে অনুষ্ঠিতব্য কোপ আমেরিকা টুর্নামেন্টের আগেই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেবেন নেইমার। কাজে এরপর জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে বাধা থাকবে না তাঁর। দলে জায়গা পেয়েছেন সদ্য ইনজুরি থেকে ফেরা ডিফেন্ডার থিয়াগো সিলভা।

তবে ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা জায়গা হয়নি চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে টটেনহামের হয়ে হ্যাটট্রিক করা লুকাস মউরা ও রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের। এ ছাড়া আরও বাদ পড়েছেন লিভারপুলের ফ্যাবিনহো।

ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন, এদেরসন, কাসিয়ো

রক্ষনভাগ: দানি আলভেস, ফ্রাগনের, ফিলিপে লুইস, আলেক্স সান্দ্রো, মিরান্দা, থিয়াগো সিলভা, মারকিনুস, এদের মিলিতাও

মাঝমাঠ: কাসেমিরো, ফার্ন্নান্দিনিয়ো, আর্থার, আলান, লুকাস পাকিতা, ফিলিপ কুতিনহো

আক্রমণভাগ: নেইমার, রিচার্লিসন, দাভিদ নেরেস, এভারতন, রবের্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭