ইনসাইড পলিটিক্স

মন্ত্রিসভার প্রথম রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/05/2019


Thumbnail

গত ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভার পর প্রথমবারের মতো পুনবিন্যস্ত হলো। টানা তৃতীয় দফায় আওয়ামী লীগ দেশ পরিচালননার দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদসস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এই মন্ত্রিসভায় প্রথমবারের মত শরিকদের বাদ দেন। মন্ত্রিসভা গঠনের পর থেকেই আলোচনা সমালোচনা হয়েছে। মন্ত্রিসভা গঠনের পর থেকেই গুঞ্জন ছিল এটা রদবদল হবে। আজ আকস্মিকভাবেই এর রদবদল হলো। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেনকে তথ্য মন্ত্রণালয়ের দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার সঙ্গে স্বাস্থমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে মতাবিরোধের খবর পাওয়া যাচ্ছিল।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্যকে শুধু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গতি আনার জন্য এই বিভাজন করা হয়েছে বলে জানা গেছে।

একই সঙ্গে মোস্তফা জব্বারকে শুধুমাত্র ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য জুনাইদ আহমেদ পলককে প্রতিমন্ত্রী হিসেবেই পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে মন্ত্রি প্রতিমন্ত্রীদের বিরোধ মেটানোর জন্যই এই রদবদল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭