ইনসাইড গ্রাউন্ড

‘ষোল কোটির পনের’ সাইফউদ্দিনের পরিকল্পনাটা একটু ভিন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2019


Thumbnail

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসর। ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্ব আসরকে সামনে রেখে চলছে বাংলা ইনসাইডার-এর বিশেষ আয়োজন ‘বিশ্বকাপে…বিশ্ব কাঁপে’। কাউন্ট ডাউন স্টোরিতে এবার থাকছে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডের সদস্যদের নিয়ে পর্যালোচনা ‘ষোল কোটির পনের’। আজকের সকালের আয়োজেনে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই সুখের মাঝেও এক চিলতে দুঃখ নাড়াচাড়া দিয়ে উঠছে তাঁর বুকে, ‘ইশ, বাবা যদি বেঁচে থাকতো’। বিশ্বমঞ্চে পুলিশ অফিসার বাবা আব্দুল খালেকের জন্য কিছু করতে চান এই অলরাউন্ডার।

ক্রিকেট ক্যারিয়ার: বড় ভাই কফিল উদ্দিনের অনুপ্রেরণা আর সহযোগিতায় সাইফউদ্দিন, বিশ্বকাপে মঞ্চে। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। নজরকাড়া পারফরম্যান্স ধরে রাখেন দেশের মাটিতে ২০১৬ সালের যুব বিশ্বকাপে। পরের বছর সুযোগ পান জাতীয় দলে।

আন্তর্জাতিক ক্যারিয়ার: পেস বোলিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন-বেন স্টোকসের মতো উদাহরণ থাকলেও সাইফউদ্দিনের বড় আদর্শ সাকিব আল হাসান। এজন্য জাতীয় দলের বিশ্বসেরা অলরাউন্ডারের জার্সি (৭৫) নম্বরের কাছাকাছি নিজের জার্সি (৭৪) নম্বর বেছে নিয়েছেন তিনি। ছোট্ট ক্যারিয়ারে মুদ্রার দুই পিঠই দেখেছেন সাইফউদ্দিন। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টিতে ডেভিড মিলারের কাছে ওভারে পাঁচ ছক্কা খান তিনি। আর এর আট মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তনে প্রথম ম্যাচে করেন অর্ধশতক। আর পরেরটিতে হন ম্যাচসেরা।

নির্বাচকদের ব্যাখ্যা: অনেকদিন ধরে পেস বোলিং অলরাউন্ডার খুঁজছিলো বাংলাদেশ দল। অনেক সাধনার পর সাইফউদ্দিনের মাঝে খুঁজে পাওয়া যায় সেই আলো। দলের তৃতীয় পেসারের অভাব দূর করেছেন তিনি। এ ছাড়া লোয়ার অর্ডারে মারকুটে ব্যাটিংয়ে বেশ পারদর্শী তিনি। ইংলিশ কন্ডিশনের জন্য বেশ কার্যকর ক্রিকেটার হতে পারেন এই অলরাউন্ডার। এজন্য বিশ্বকাপের স্কোয়াডের জন্য সাইফউদ্দিন ছিলেন অটোমেটিক চয়েজ। তাই তার অন্তর্ভুক্তি নিয়ে কোন প্রশ্ন উঠেনি। এজন্য ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়েনি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। 

সাইফু্উদ্দিনের লক্ষ্য: সবাই যখন বলছেন বিশ্বকাপে ভালো খেলতে চান, তখন মোহাম্মদ সাইফউদ্দিনের লক্ষ্যটা একটু ভিন্ন। বলতে গেলে সুদূর প্রসারি। তিনি বলেন, ‘এখন বিশ্বের বেশির ভাগ ক্রিকেটারকে প্রশ্ন করলে জানবেন, তাঁদের স্বপ্ন ভারতের বিপক্ষে ভালো খেলা। আমারও তাই। এ ম্যাচে আরেকটি ব্যাপারও আমার ভেতরে কাজ করবে। ভারতের বিপক্ষে যদি খুব ভালো কিছু করতে পারি, তাহলে হয়তো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি দলের নজরে পড়তে পারি। সেটি না হলেও বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ তো হতে পারে।’

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭