ওয়ার্ল্ড ইনসাইড

বদলে গেল কিলোগ্রাম!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2019


Thumbnail

কিলোগ্রাম সংজ্ঞা বদলে গেছে। ১৩০ বছরের ধারা বদলে গতকাল সোমবার থেকে কিলোগ্রাম সংজ্ঞায়িত হচ্ছে প্ল্যাঙ্ক’স কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবকের সাহায্যে। যার মান ৬.৬২৬০৭০১৫ x ১০-৩৪ (মিটার)২ কিলোগ্রাম/সেকেন্ড।

১৮৯০ সাল থেকে প্যারিসের উপকণ্ঠে সেইন্ট ক্লাউডে রাখা প্লাটিনাম-ইরিডিয়ামের তৈরি একটি সিলিন্ডারের সাহায্যে কিলোগ্রামের ওজন মাপা হতো। ১৩০ বছর ধরে সেটিই ছিল এক কিলোগ্রামের মাপ। কিন্তু প্লাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুতে তৈরি হওয়ায় এক কিলোগ্রাম ভরটি ১৩০ বছরে প্রায় ৫০ মাইক্রোগ্রাম কমে গেছে। যার ফলে এই মান ব্যবহারে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল।

এই অসুবিধা দূর করতেই পদার্থবিদ্যার কিছু ধ্রুবক সংখ্যার সাহায্যে পরিমাপের সংজ্ঞায় বদল আনা হয়েছে। বিজ্ঞানীরা কিলোগ্রামের এমন সংজ্ঞা দিচ্ছেন যাতে মাপটি চিরকালীন থাকে। গত নভেম্বরেই এই পরিবর্তনের বিষয়য়ি জানিয়েছিলেন বিজ্ঞানীরা। সোমবার বিশ্ব মেট্রোলজি ডে থেকে নতুন সংজ্ঞাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। তবে সাধারণ মানুষের জীবন যাপনে এ পরিবর্তনের তেমন প্রভাব পড়বে না।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭