ইনসাইড বাংলাদেশ

মোবাইল, শাড়ি, থ্রি পিসসহ বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ২১ মে (মঙ্গলবার) বিকালে কলকাতা টু ঢাকা গামী একটি পরিবহন তল্লাশী করে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ করেছে।

বিজিবি জনায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কলকাতা টু ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি বাসে বিপুল পরিমান ভারতীয় পন্য পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার কেরামত আলীর নেতৃত্ব যশোরের নতুনহাট নামক স্থানে কলকাতা টু ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশী করে মালিকবিহীন ভারতীয় ১২৬ টি মোবাইল, ৬০ পিস শাড়ী, ১৩৮ টি থ্রী পিস, ৩০ পিস পাঞ্জাবী, ৩০ পিস টি-শার্ট, বিপুল পরিমাণ ঔষধ, ইমিটেশন, মসলা ও কসমেটিকস আটক করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা (পিএসসি) জানান, যশোরের নতুন হাট এলাকায় কলকাতা টু ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশী করে মালিকবীহিন অবস্থায় বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪০,৪০,৩০০/- (চল্লিশ লক্ষ চল্লিশ হাজার তিনশত) টাকা। আটককৃত মালামাল কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭