ইনসাইড বাংলাদেশ

বছরে ১০ হাজার শ্রমিক যাবে মালয়েশিয়ায়!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

মালয়েশিয়ার সারওয়াক প্রদেশে বছরে ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। স্বায়ত্তশাসিত প্রদেশটিতে কৃষি ও শিল্প খাতে শ্রমিক পাঠানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারওয়াকের নিয়োগকর্তাদের মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলাপ-আলোচনা চলছিল। দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার বৈঠকের পর সেখানে বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে সারওয়াক প্রশাসন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যেই শিল্পখাতে ৪০ জন শ্রমিকের চাহিদাপত্র পেয়েছে।

মালয়েশিয়ার স্বায়ত্তশাসিত সারওয়াক প্রদেশটিতে বড় ধরনের উন্নয়ন কার্যক্রম চলছে। ফলে বিভিন্ন খাতেই বাংলাদেশি শ্রমিকদের কাজ করার সুযোগ রয়েছে। তাছাড়া সারওয়াক প্রদেশ স্বায়ত্তশাসিত হওয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া সংক্রান্ত সবকিছুই প্রদেশের প্রশাসন সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে মালয়েশিয়া সরকারের অনুমতি দরকার হবে না বলে জানা গেছে। 

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭