ওয়ার্ল্ড ইনসাইড

ঈদের পরই সৌদিতে তিন ইসলামী বক্তার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার দায়ে তিনজন ইসলামী বক্তার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব। ঈদের পরই এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানা গেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- শরীয়াহ ও সমকামী ইস্যুতে প্রগতিশীল মতাদর্শের কারণে পরিচিত শেখ সালমান আল ওদাহ, সুন্নি প্রচারক, অধ্যাপক ও লেখক আওয়াদ আল-কার্নি এবং জনপ্রিয় ব্রডকাস্টার আলী আল-ওমারী। এই তিনজনই সরকারের রোষানলে পড়ে ২০১৭ সালে গ্রেপ্তার হন।

দ্য মিডলইস্ট আই জানিয়েছে, দেশটির নেতৃস্থানীয় এই তিন ইসলামি প্রচারকের মৃত্যুদণ্ড কার্যকর করতে সৌদি প্রশাসন একেবারেই দেরি করতে চাচ্ছে না। রমজান মাসে ফাঁসি কার্যকর করার নিয়ম না থাকায় রোজার পরেই তাদের শিরোচ্ছেদ বা ফাঁসি দেওয়া হবে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭