ইনসাইড পলিটিক্স

অভিমানে দেশ ছাড়ছেন সোহাগ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

রাজনীতিতে যথাযথ মূল্যায়ন এবং কাঙ্খিত পদ না পেয়ে ক্ষোভ-দু:খ এবং অভিমানে দেশ ছাড়ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ।  সাময়িকভাবে তিনি খুব অল্প সময়ের মধ্যেই ইউরোপের একটি দেশে চলে যাচ্ছেন বলে তারই ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।  

ছাত্রলীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটিতে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সমঝোতা না হওয়ায় অনেকটা মন ভাঙার বেদনায় ভুগছিলেন সোহাগ। নিজের লোকদের যারা আদর্শিকভাবে শেখ হাসিনার জন্য জীবন দিতে পারে, তারা কমিটিতে কাঙ্খিত পদ না পাওয়ায় তিনি চরম হতাশ। এই হতাশা আর অভিমান কাটাতে তিনি ইউরোপের একটি দেশে চলে যাচ্ছেন। 

উল্লেখ্য, সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির হোসেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘের অধিবেশনেও যোগ দিয়েছিলেন। এবার তিনি ব্যাক্তিগতভাবেই ইউরোপের দেশটিতে যাচ্ছেন। সোহাগের পথ ধরে এর আগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ও যুক্তরাজ্যে পাড়ি জমান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭