ইনসাইড বাংলাদেশ

এবার কৃষকের ধান কেটে দিবে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

যুগান্তকারী সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ছাত্রলীগ। কৃষকদের ধান কেটে দেবার ব্যাবস্থা করবেন প্রাচীনতম এ ছাত্র সংগঠনটি। এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু শ্রমিকের মজুরি চেয়ে বাজারে ধানের দাম এতই কম যে, এক মণ ধান বিক্রি করেও একজন শ্রমিকের মজুরির সমান হচ্ছে না। ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা কৃষকেরা অনেকেই ক্ষোভে-দুঃখে  মই দিয়েছেন পাকা ধানে, কেউ বা দিয়েছেন ধানখেতে আগুন। এসব বাস্তবিক অবস্থা বিবেচনা নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি একজন জেলা প্রশাসকও কৃষকদের ধান কেটে দেওয়ার ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় এবার কৃষকদের পাশে এগিয়ে এসেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ঘোষণা দিয়েছে কৃষকের ধান কেটে দেওয়ার।  

২২ মে, বুধবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। 

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং মজুরস্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকেরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় বাংলার দুঃখী–অসহায় মানুষের শেষ ঠিকানা কৃষিবান্ধব নেত্রী, দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। বাংলাদেশ ছাত্রলীগের সব ইউনিটকে (বিশ্ববিদ্যালয়/মহানগর/জেলা/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড) নিজ নিজ এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানানো হলো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭