ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে বাংলাদেশ কখন কার মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলবে মানেই পুরো দেশে শুরু হয়ে যায় বিশ্বকাপ মাতম। এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসরে খেলতে যাচ্ছেন টাইগাররা। ষষ্ঠবারের মতোই উন্মাদনা নিয়ে অপেক্ষা করছে কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। আর মাত্র সাতদিন, তারপরই বাজবে বিশ্বকাপের দামামা। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের।

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি এরই মধ্যে প্রকাশ করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

টাইগাররা সর্বপ্রথম বিশ্বকাপে অংশ নেয় করেন ১৯৯৯ সালে। বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। প্রতিবারের মতো এবারও তাদের নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী।

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ সূচি

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

২ জুন

 

দক্ষিণ আফ্রিকা

ওভাল

 

৫ জুন

 

নিউজিল্যান্ড

 

ওভাল (দি/রা.)

 

১১ জুন

 

শ্রীলংকা

ব্রিস্টল

 

১৭ জুন

 

ওয়েস্ট ইন্ডিজ

 

টন্টন

 

২০ জুন

 

অস্ট্রেলিয়া

 

নটিংহাম

 

২৪ জুন

 

আফগানিস্তান

 

সাউদাম্পটন

 

২ জুলাই

 

ভারত

 

বার্মিংহাম

 

৫ জুলাই

 

পাকিস্তান

 

লর্ডস

 


বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭