ইনসাইড বাংলাদেশ

ধান কেটে দিল ছাত্রলীগ(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

দায়িত্বটা কাধে তুলে নিলো ছাত্রলীগ। সারা দেশে বোরো মৌসুমে ধান কাটা ও শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেড়ে গেছে। মজুরস্বল্পতার কারণে দেশের বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। তাই দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, সেখানে ধান কাটতে দেখা গেছে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকেও।

বুধবার রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটেছেন।

এর আগে মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষকদের ধান কাটাসহ সব ধরনের সহযোগিতা করতে সংগঠনটির সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

এরই অংশ হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজেই ধান কাটার কাজে নেমে পড়েছেন।

প্রসঙ্গত, এবার বোরো ধান আবাদ করে উৎপাদন খরচ উঠছে না বলে সারাদেশে কৃষকদের ক্ষোভ-বিক্ষোভ চলছে। ধানের দাম নিয়ে অসন্তোষ থেকে পাকা ক্ষেতে কৃষকের আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। এ অবস্থা থেকে গরিব কৃষককে মুক্তি দিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানও কেটে দিয়েছে। প্রধানমন্ত্রীও তার দলে ধান কেটে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।

ভিডিও লিংক:






বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭