ইনসাইড বাংলাদেশ

ইউজিসির নতুন চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হয়েছেন ড. কাজী শহিদুল্লাহ। কে হতে যাচ্ছেন ইউজিসির চেয়ারম্যান তা নিয়ে সংশ্লিষ্ট সব মহলে চলছিল নানা আলোচনা।

চেয়ারম্যান পদে নিয়োগ পেতে চেষ্টায় ছিলেন বিশিষ্ট পাঁচ ব্যক্তি। তবে তাদের মধ্যে সদ্য দায়িত্ব শেষ করা চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নামই বেশি আলোচনায় ছিল। সব জল্পনা-কল্পনা শেষে আজ নাম ঘোষণা হলো।

গত ৭ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন কমিশনের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।

৭ মে ইউজিসির সদ্য দায়িত্ব শেষ করা চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ শেষ হয়। চার বছরের জন্য ২০১৫ সালের ৬ মে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭