ইনসাইড পলিটিক্স

বিএনপি ছাড়ছে আব্বাস পরিবার?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

মির্জা আব্বাস এমনিতেই বিএনপির কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বিএনপির একের পর এক ভুল সিদ্ধান্তে বিরক্ত হয়ে নিজেকে দলের কার্যক্রম থেকে দূরে সরিয়ে রেখেছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন এই সদস্য। কিন্তু তিনি নিস্ক্রিয় হলে কি হবে, তার স্ত্রী আফরোজা আব্বাস বিএনপির কার্যক্রমে অত্যন্ত সক্রিয় ছিল। বিশেষ করে জাতীয় মহিলা দলের কমিটিতে সভাপতি হওয়ার পর থেকে তাকে রাজনৈতিক কর্মসূচীতে সরব দেখা গেছে। নতুন কমিটি হওয়ার পর থেকেই জাতীয় মহিলা দলের কার্যক্রম দৃশ্যমান হয়েছে। কাজেই সকলে আশা করেছিলেন, বিএনপি যখন সংরক্ষিত আসনে কাউকে মনোনয়ন দিবেন সেখানে অবশ্যই আফরোজা আব্বাসকে বিবেচনা করা হবে। কারণ আফরোজা আব্বাস দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং বিএনপির দু:সময়ে তিনিই বিএনপির নারী সংগঠনের হাল ধরে রেখেছিলেন।

কিন্তু আফরোজা আব্বাসকে বাদ দিয়ে যখন রুমীন ফারহানের মতো অপেক্ষাকৃত আনকোড়া নতুন এবং বিএনপিতে অবদানহীন নতুন কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে, তখন ক্ষুব্ধ আব্বাস পরিবার। মির্জা আব্বাস শুধু এতে হতাশই হননি, ক্ষুব্ধ হয়েছেন। এতে আফরোজা আব্বাসও ক্ষুব্ধ হয়েছেন। এই ক্ষোভ তারা গোপন রাখেননি, প্রকাশ্যেই তারা এখন তারেক জিয়ার সমালোচনা করছেন। তারা বলেছেন, বিএনপিকে যারা ত্যাগ করছেন। বিএনপিকে দু:সময়ে যারা ধরে রেখেছে, তাদের কোন মূল্যায়ন নেই। এই ধরনের দল করা উচিত কিনা সে প্রশ্নও তারা করেছেন। এরফলে মির্জা আব্বাস এবং তার স্ত্রী শেষ পর্যন্ত বিএনপি ছাড়বেন কিনা কিংবা তারা নিস্ক্রিয় হয়ে যাবেন কিনা সেটাই দেখার বিষয়।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭