ইনসাইড বাংলাদেশ

হতাশ আরেফিন সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

উপাচার্যের পদ ছেড়ে ক্ষান্ত দেননি আ আ ম স আরেফিন সিদ্দিকী। তিনি এবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হতে চেয়েছিলেন। সেজন্য তিনি দৌড়যাপও কম করেননি। লবিং তদবির করতেও পিছিয়ে থাকেননি। টকশোতে নিয়মিত উপস্থিত হয়েও সরব ছিলেন। কিন্তু অধ্যাপক আব্দুল মান্নানের পর আজ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এই মনোনয়নে আশাহত হয়েছেন  আ আ ম স আরেফিন সিদ্দিকী। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহকে। 

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আ আ ম স আরেফিন সিদ্দিকী দীর্ঘ আট বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আর কত পেতে চান! যারা কিছুই পাননি, তাদের মধ্য থেকে যোগ্যদেরই বিভিন্ন পদে পুরস্কৃত করার পদক্ষেপ হিসেবেই কাজী শহীদুল্লাহকে মনোনয়ন দিয়েছেন বলে আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। কিন্তু আ আ ম স আরেফিন সিদ্দিকীতো আশায় বুক বেধেছিলেন। এনিয়ে তিনি কম তদবির করেননি। আজ যখন নাম ঘোষণা করা হয়, তখন তিনি হতাশায় ভেঙ্গে পড়েন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭