কালার ইনসাইড

নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2019


Thumbnail

একুশে পদক পাওয়া নজরুলসংগীতের বরেণ্য শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও সংগীতগুরু খালিদ হোসেন আর নেই। গতকাল মঙ্গলবারই জানা গেছে, তাঁর অবস্থার অবনতি হয়েছে, তেমন সাড়া দিচ্ছেন না। অনেক বছর যাবৎ তিনি হৃদ্‌রোগে ভুগছেন। তাঁর কিডনি প্রায় অকার্যকর হয়ে পড়ে। ফুসফুসেও সমস্যা হচ্ছিল। পাশাপাশি রয়েছে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা। তিনি রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স ৮৪।

খালিদ হোসেনের ছেলে আসিফ হোসেন বলেন, ‘আমাদের বলতে খুব কষ্ট হচ্ছে, চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন সবকিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে। তবে আমরা হাল ছাড়ছিলাম না। এর আগে একাধিকবার বাবার খুব খারাপ অবস্থা হয়েছিল এবং চিকিৎসকেরা আমাদের একই কথা বলেছিলেন। তারপরও বাবা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এবার আর তা হলো না।’

খালিদ হোসেনের চিকিৎসার সহায়তার জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭