ইনসাইড সাইন্স

হুয়াওয়ে ব্যবহারকারীদের জন্য গুগল অ্যাপসের সেবা আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2019


Thumbnail

চীনা মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর মার্কিন টেক জায়ান্ট গুগলের নিষেধাজ্ঞায় বেইজিংয়ের পাল্টা পদক্ষেপের আশঙ্কায় রয়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এতে তারা অনেকে উদ্বেগও জানিয়েছে।

`আমেরিকান চেম্বার অব কমার্স` জানিয়েছে, শুল্ক আরোপের কারণে ইতিমধ্যে চীন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহু মার্কিন প্রতিষ্ঠান। তবে, গুগলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করায় আগামী আগস্ট পর্যন্ত `গুগল অ্যাপস` এর সেবা নিতে পারবেন হুয়াওয়ে ব্যবহারকারীরা।

স্মার্টফোন হিসেবে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় অ্যাপলের আইফোন। আইফোনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে চীন স্বল্পমূল্যে বাজারে আনে শাওমি, হুয়াওয়ের মতো স্মার্টফোনগুলো। এসব ব্র্যান্ডের স্মার্টফোনের জনপ্রিয়তা এখন যথেষ্ট। আর তখনই মার্কিন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে চীনের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে গুগল। অনেকে বলছেন এটা দুদেশের চলমান বাণিজ্য যুদ্ধে `আগুনে ঘি ঢালা`র মতো।

পিছিয়ে নেই চীনও, তারাও পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে। দুই দেশের এই বাণিজ্যযুদ্ধের কারণে দুই দেশই সমান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭