ইনসাইড সাইন্স

হুয়াওয়ের সঙ্গে ব্যবসা স্থগিত করলো প্যানাসনিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2019


Thumbnail

যুক্তরাষ্ট্র হুয়াওয়ের ওপর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর এবার জাপানের ইলেক্ট্রনিক্স কোম্পানি প্যানাসনিকও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা স্থগিত করেছে। আজ বৃহস্পতিবার প্যানাসনিকের মুখপাত্র জোয়ে ফ্লিন এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছে।

নিরাপত্তাজনিক কারণে যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে নিষিদ্ধ করার পর প্যানাসনিকের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। হুয়াওয়ের জন্য এটি অনেক বড় দুঃসংবাদ তো বটেই।

প্যানাসনিকের মুখপাত্র জোয়ে ফ্লিন জানান, তারা হুয়াওয়ে এবং এই গ্রুপের ৬৮টি কোম্পানির সঙ্গে সব ইলেক্ট্রনিকস ব্যবসা বন্ধ করেছে। মার্কিন সরকার এই কোম্পানিগুলোকে নিষিদ্ধ করায় তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।

ফ্লিন আরও জানান, হুয়াওয়ের সঙ্গে প্যানাসনিকের ‘ইলেক্ট্রনিকস যন্ত্রাংশ’ সরবরাহের ব্যবসা রয়েছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেলনি সংবাদমাধ্যমকে।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭