ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তানের জার্সিতে ধোনির নাম!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/05/2019


Thumbnail

অনেকটাই অভাবনীয় ব্যপার। পাকিস্তানের বিশ্বকাপ জার্সির পেছনে মহেন্দ্র সিং ধোনির নাম । শুধু নাম নয়, জার্সির পেছনে নম্বর লেখা ধোনি- ৭।

তবে, এমন অভাবনীয় কাণ্ডটি ঘটিয়েছেন পাকিস্তানি এক ধোনি ভক্ত। পাকিস্তানের ক্রিকেট সমর্থক শেহজাদ-আল-হাসান পাকিস্তানের বিশ্বকাপ জার্সির পেছনে মহেন্দ্র সিং ধোনির নাম লিখে নিজের সমর্থন জানান দেন।

ধোনির নাম ও নম্বর লেখা জার্সির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্টও করেছেন শেহজাদ-উল-হাসান নামের সেই যুবক। যা মুহূর্তের ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচদিন আগে পাকিস্তানি ভক্তের এমন কাণ্ড দুই দেশের সমর্থকদের মাঝে কিছুটা সমালোচনারও জন্ম দিয়েছে। ক্রিকেট সমর্থক শেহজাদ-আল-হাসানের এমন কান্ড খুব একটা ভাল চোখে দেখছেন  না পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। তারই প্রতি উত্তর দিলেন সামজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। একজন তো বলেই বসলেন, ‘কই কোনো ভারতীয় তো তাদের জার্সিতে আফ্রিদির নাম লেখেনি!’

তবে, শুধু যে সমালোচনা তাও নয়। সমালোচনার মাঝে আশা জাগায় কিছু ক্রিকেট প্রেমী চিন্তা। ‘দেশ বদলালেও থালার জন্য ভালোবাসা একই থাকে’, ‘ভারত হোক বা পাকিস্তান, থালার জন্য ভালবাসায় কোনো কমতি নেই’ ক্রিকেট প্রেমীদের এমন মন্তব্য করতে দেখা গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

এমন ঘটনা এইবারই প্রথম নয়। ২০১৬ সালে এমন দৃশ্য দেখা গিয়েছে পাকিস্তানের জার্সিতে। এক ধোনি ভক্ত পাকিস্তানের জার্সিতে মহেন্দ্র সিং ধোনির নাম লিখে রীতিমত ঝড় তুলেছিলেন।

এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কিছুটা অনিশ্চয়তাই তৈরি হয়েছিল। দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় সাবেক ক্রিকেটারদের দেখা গেছে কথার লড়াইয়ে নামতে। বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত নয় এমন মন্তব্যও করেছেন ভারতের অনেক সাবেক তারকা।

বিসিসিআই আবেদনও করেছিল আইসিসির কাছে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে। তবে আইসিসি সেটি গ্রহণ করেনি। এমন পরিস্থিতিতে পাকিস্তানি দর্শকের এই কাণ্ড কিছুটা আবাক করা।

৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ। পরদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে পাকিস্তান। আর ৫ জুন দক্ষিণ আফ্রিকার নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭