ইনসাইড বাংলাদেশ

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ১ হাজার ৯৫০ মিটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/05/2019


Thumbnail

প্রতিকূলতা কাটিয়ে পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসানো হয়েছে আজ। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ১ হাজার ৯৫০ মিটার। আজ শনিবার সকালে স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর বসানো হয়। গত দু’দিনের চেষ্টায় স্প্যানটি বসানো সম্ভব হয়েছে।

আজ সকাল থেকেই প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মা ছিল উত্তাল। এর মধ্যেই শুরু হয় স্প্যান বসানোর কাজ। অস্থায়ীভাবে দ্বাদশ স্প্যান বসানোর ১৯ দিনের মাথায় স্থায়ীভাবে বসলো এই স্প্যানটি।

এর আগে গতকাল শুক্রবার ১৫০ মিটার দৈর্ঘ্য এবং ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬শ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনের সাহায্যে মাওয়া প্রান্তে নিয়ে আসা হয়।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭