ইনসাইড পলিটিক্স

‘রাহুলের চেয়েও খারাপ নেতা তারেক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/05/2019


Thumbnail

২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপির প্রধান লে. কর্ণেল অলি আহমেদ বলেছেন যে, রাহুল গান্ধীর চেয়েও খারাপ নেতা হলেন তারেক জিয়া। তিনি ভারতের নির্বাচনের কংগ্রেসের বিপর্যয় এবং বিজেপির উত্থান নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করছিলেন। সেই আলাপে তিনি বলেন যে, রাহুলকে ভারতের জনগন গ্রহণ করেনি। রাহুল নেতা হিসেবে নিজেকে বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি। কর্ণেল অলি আহমেদ এটাও মনে করেন যে, আঞ্চলিক দলগুলোর সঙ্গে কংগ্রেসের জোট করা উচিত ছিল। তাহলে বিজেপিকে ঠেকাতে পারতেন। কিন্তু তা না করে রাহুল তার নেতৃত্বের অদক্ষতার প্রমাণ দিয়েছেন। নিজেকে ব্যার্থ হিসেবে প্রতিপন্ন করেছেন।’

কর্ণেল অলি আহমেদ বলেন, রাহুল তো তাও একটা দলকে নিয়ে এগুচ্ছেন। সেখানে ৫২ টি আসন পেয়েছেন। অন্যদিকে ২০ দলের যে তথাকথিত নেতা, তিনি দেশেই থাকেন না। বিদেশে থেকে তার খেয়াল খুশিমতো দল পরিচালনা করেন। তিনি তো রাজনীতির কিছুই বোঝেন না। রাহুলের চেয়েও নিকৃষ্ট নেতা। তার কারণে ৫ সিট নিয়ে বিএনপি এখন পার্লামেন্টে গেছে।

বাংলা ইনসাইডার/এমআরএইচ   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭