ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের আগে ভারতের বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/05/2019


Thumbnail

বিশ্বকাপের দ্বাদশ আসরের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯ রানে গুটিয়ে গেল ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন রবীন্দ্র জাদেজা।

শনিবার ইংল্যান্ডের লন্ডন ওভালের কেনিংসটনে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ব্যাটিং করতে নেমে দিশেহারা হতে হয়েছে কিউই বোলারদের কাছে।

দুই ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ানকে সমান ২ রানে ফেরান ট্রেন্ট বোল্ট। বিরাট কোহলি করেন ১৮ রান। কলিন ডি গ্র্যান্ড হোমের বলে যেভাবে বোল্ড হয়ে ফিরলেন তাতে মনে হয়নি তিনি বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান।

লোকেশ রাহুলকেও ৬ রানে ফেরালেন বোল্ট। হার্দিক পান্ডিয়া এদিন ব্যাট করতে আসেন পাঁচ নম্বরে, করলেন ৩৭ বলে ৩০ রান। তাকে ফেরান নিশাম।

মহেন্দ্র সিং ধোনিও এদিন ব্যর্থ হন দলের হাল ধরতে। মাত্র ১৭ রান করে ক্যাচ তুলে দেন টিম সাউদির বলে। দীনেশ কার্তিকও ৪ রানে ফেরেন নিশামের বলে।

এমন ব্যর্থ ব্যাটিং লাইন আপের হাল ধরেন রবীন্দ্র জাদেজা। ৫০ বলে ৫৪ রান করে মান বাঁচান দুই বারের বিশ্ব সেরা দলটির। শেষদিকে কুলদীপ যাদবের ১৯ রানে ৩৯ ওভার ২ বলে ১৭৯ রান তুলে ভারত।

কিউদের হয়ে ৪ উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ৩ উইকেট নেন জিমি নিশাম ও ১টি করে উইকেট নেন টিম সৌদি, কলিন ডি গ্র্যান্ডওম ও লকি ফার্গুসন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭