ইনসাইড বাংলাদেশ

৩ জুনের ব্যাপারে সিদ্ধান্ত কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/05/2019


Thumbnail

৩০ মে’র পর থেকেই শুরু হচ্ছে সরকারি ছুটি। ৩১ মে শুক্রবার, ১ জুন শনিবার। এরপর ২ তারিখ হলো লাইলাতুল কদরের ছুটি। ৩ তারিখ অফিস খোলা। এরপর থেকে আবার শুরু হচ্ছে ঈদের ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ জুন ছুটি ঘোষণা করে ১৫ জুন শনিবার শনিবার কর্মদিবস দেওয়ার প্রস্তাব করেছে। এক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুক্তি হলো, ৩ জুন যদি কর্মদিবস হয়, তবে সেদিন অফিস-আদালতে উপস্থিতি একেবারেই থাকবে না। কোনো কাজ-কর্ম হবে না। শুধুমাত্র অপচয় হবে। সেই বিবেচনা করে যদি ৩ জুনের কর্মদিবসটা ১৫ জুন শনিবারে নেওয়া যায়, তাহলে সেটা কার্যকর হবে।

এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এত দীর্ঘদিন ধরে যদি ব্যাঙ্ক বন্ধ থাকে তবে লেনদেনে বড় ধরণের জটিলতা তৈরি হতে পারে। সেজন্য ব্যাংকিং খাতকে ছুটির মাঝখানে একটি খোলা রেখে কীভাবে লেনদেন সচল রাখা যায় সেই বিবেচনা করে ৩ জনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহ্ণ করা হবে। আগামী কাল এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ২৮ মে প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন। ঈদের পর তিনি দেশে ফিরবেন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭