ইনসাইড বাংলাদেশ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/05/2019


Thumbnail

১১ দিন পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুর হামিদ। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) রোববার (২৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে তার সফর সঙ্গীরা ছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার বিভাগ জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সিলেট হয়ে ঢাকায় পৌঁছেছে।

এর আগে যুক্তরাজ্যে থেকে ফেরার সময় হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি গত ১৫ মে  লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসা ও পরে জার্মানির ফ্রাঙ্কফুটে তিনি স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেন।

আবদুল হামিদ দীর্ঘদিন যাবৎ গ্লুকোমার সমস্যায় চিকিৎসা সেবা নিচ্ছেন। তিনি নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

বাংলা ইনসাইডার/বিকেডি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭